জলের দাগ হাওয়ার স্বাদ
নিজের ভেতর পুড়েই খাক
হাজার হোক সোনার রূপ
ছলকে যাওয়ায় বেজায় সুখ
সাগর বেলায় রঙ বেরঙ
ঝিনুক বলে আমায় তোল
তুলতে গিয়ে জলে ঝাঁপ
পা পিছলয় , বালাই ষাট
আবার ফিরে ডানা মেলে
রোদের নূপুর পায়ে বেঁধে
নীল চোখে স্বপ্ন মেখে
মৎস্য কন্যা বসেই থাকে
রাজপুত্তুর আসলো কই ?
রুপালি আঁশে লাগ্ লো ওই
চোখের জলের হিসেব নিকেশ
বুঝতে পারে নোনতা বিকেল
সমুদ্দুরের ঊর্মি গুলি
অপেক্ষার নীরব কলি
বোবা মুখে রাজকন্যে
নিজের মনেই ডুকরে কাঁদে

হাজার হোক সোনার রূপ
ছলকে যাওয়ায় বেজায় সুখ
সাগর বেলায় রঙ বেরঙ
ঝিনুক বলে আমায় তোল
তুলতে গিয়ে জলে ঝাঁপ
পা পিছলয় , বালাই ষাট
আবার ফিরে ডানা মেলে
রোদের নূপুর পায়ে বেঁধে
নীল চোখে স্বপ্ন মেখে
মৎস্য কন্যা বসেই থাকে
রাজপুত্তুর আসলো কই ?
রুপালি আঁশে লাগ্ লো ওই
চোখের জলের হিসেব নিকেশ
বুঝতে পারে নোনতা বিকেল
সমুদ্দুরের ঊর্মি গুলি
অপেক্ষার নীরব কলি
বোবা মুখে রাজকন্যে
নিজের মনেই ডুকরে কাঁদে
Osadharon..
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteso nice.... expression ta byapok vabe chhonde dhora diyeche..... carry on Trishita
ReplyDelete