মৎস্য কন্যা
জলের দাগ হাওয়ার স্বাদ

হাজার হোক সোনার রূপ
ছলকে যাওয়ায় বেজায় সুখ
সাগর বেলায় রঙ বেরঙ
ঝিনুক বলে আমায় তোল
তুলতে গিয়ে জলে ঝাঁপ
পা পিছলয় , বালাই ষাট
আবার ফিরে ডানা মেলে
রোদের নূপুর পায়ে বেঁধে
নীল চোখে স্বপ্ন মেখে
মৎস্য কন্যা বসেই থাকে
রাজপুত্তুর আসলো কই ?
রুপালি আঁশে লাগ্ লো ওই
চোখের জলের হিসেব নিকেশ
বুঝতে পারে নোনতা বিকেল
সমুদ্দুরের ঊর্মি গুলি
অপেক্ষার নীরব কলি
বোবা মুখে রাজকন্যে
নিজের মনেই ডুকরে কাঁদে