Friday 30 December 2011

এটা কিন্তু google search পারে না

রাতের গুঞ্জনে উঠে আসা জোনাকির পরকীয়া
ঝিলমিল করা অস্তিত্ব গুলি এঁকে বেঁকে নিভে যায়
অক্লেশে---
ভোর হয়,
নিজের অন্ধকার অহমিকায় কপট রাগী মুখগুলি
ঘুমের আদরে ফুলেল হয়ে ওঠে--
বল তো, উপেক্ষা করে থাকা যায়? 
মনের খবর রাখে না আশ্চর্য ভাবে কেউ
জানতে চায় না চুলের ওপর ধুলোর আস্তরন 
ঠিক কেমন গন্ধে ঘুরপাক খায়-
ঠোঁটের বারান্দায় গুঁড়ো চুলের স্তাবকেরা
অবহেলায় কাউকে ঈর্ষা দিতে নারাজ
এমনকি চিবুকের তিলের গভীরতা কার প্রতীক্ষায়
দিন দিন তিলে তিলে বেড়ে উঠছে ,
এ রহস্য সমাধান করতে পারে না 
বিশ্বের তাবড় তাবড় গোয়েন্দাকুল--
তাই GOOGLE SEARCH এই প্রশ্নের উত্তর দিতে পারে না
ঠিক পারে না যেমন যুদ্ধে বিধ্বস্ত  কোন দেশের 
হারিয়ে যাওয়া শিশুর খোঁজএনে দিতে।