Wednesday 30 November 2011

রোজনামচা




নিয়মিত কুয়াশা মাখা ভোর 
নিয়মিত শিশির ভেজা ঘাস
নিয়মকরে চাঁদের সাবান মেখে
গুঁড়ো মেঘ মুঠোয় পুরে রাখা
রোজকার ওই মানুষ রঙা মুখোশ
ক্লান্ত পিঠে যান্ত্রিকতার চাবুক
লাভার মত রণক্ষেত্র উঠান
স্বপ্নেরা হয় বারবার পুড়ে খাক । ।


পেট্রোল ডিজেলের মাত্রাহীন মুল্যবৃদ্ধি 
দূষিত করে তোমার সকালময় শরীর  
দিনগুলি সম্পৃক্ত করে মধ্যবিত্তের মাথার ভাঁজ
তবু যতটা পারা যায় নির্বিকার, স্বার্থপর হয়ে থাকা
সন্ধ্যা রাতে মিলন ঘটে চূড়ান্ত
রঙিন জলে গোলে বারোয়ারি ভালোবাসা 
কতটুকু লুকন যায়, কতটুকুই বা রাখা যায় আড়ালে
মল সভ্যতার চোখ ধাঁধানো জেল্লা
মলিন করে রাস্তার অর্ধ নগ্ন শিশু 
ও তার লোমহীন সারমেয় বন্ধুত্ব । ।
  

  

ROJNAMCHA

1
Niyomito kuasha makha bhor
niyomito sisir bheja ghash
niyomkore chander saban makha
gnuro megh muthoy bhore rakha
rojkar oi manushronga mukhos
klanto pithe jantrikotar chabuk
labhar moto ranakhetro uthan
swapnero hoy barbar pure chai

2
Petrol diesel er matraheen mulyobridhdhi
dushito kore tomar sakalmoy sareer
dinguli samprikto kore madhyobitto mathar bhanj
tobu jatota para jay nirbikar,swarthopar thaka
sandhye rater milan hoy churanto
rongeen jole gole barowari bhalobasha
kototuku lukono jay,katotukui ba rakha jay arale,
mall sabhyatar chokh dhandhano jella,
molin kore rastar ardhonagno sishu
ar tar lomheen saromeyo bandhutto...




Thursday 17 November 2011

মৎস্য কন্যা

জলের দাগ হাওয়ার স্বাদ 
নিজের ভেতর পুড়েই খাক 
 হাজার হোক সোনার রূপ 
ছলকে যাওয়ায় বেজায় সুখ 
সাগর বেলায় রঙ বেরঙ 
ঝিনুক বলে আমায় তোল 
তুলতে গিয়ে জলে ঝাঁপ 
পা পিছলয় , বালাই ষাট
আবার ফিরে ডানা মেলে
রোদের নূপুর পায়ে বেঁধে
নীল চোখে স্বপ্ন মেখে 
মৎস্য কন্যা বসেই থাকে
রাজপুত্তুর আসলো কই ?
রুপালি আঁশে লাগ্ লো ওই
চোখের জলের হিসেব নিকেশ
বুঝতে পারে নোনতা বিকেল
সমুদ্দুরের ঊর্মি গুলি
অপেক্ষার নীরব কলি
বোবা মুখে রাজকন্যে
নিজের মনেই ডুকরে কাঁদে 

Thursday 10 November 2011

আমার প্রিয় তাল গাছ







এক পায়ে দাড়িয়ে
আবহমান কাল ধরে যত রাজ্যের খুনসুটির মুল্যবান সাক্ষী ইনি। শৈশবের ঘুম মাখা চোখ ওর মটকে যাওয়ার আকুল প্রতীক্ষা করে। নির্মম ভাবে চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেয় পীঠে পায়েসের দিন গুলির স্মৃতি।রোজ রোজ ও নিজের মাথায় মেঘ দিয়ে তেল মাখে।শালিক দম্পতির অশান্তির ওম দিয়ে শীত কালে রোদ পোহায়।ও কিন্তু ছোট্ট অপুর নীল কুঠির মাঠের ঘুড়ির খবর রাখে।গোধূলি বেলায় ইস্পাত রঙের স্বপ্নের সাথে তার অভিসার কারো অলক্ষ্যে থাকে না।তিন সমুদ্র সাতাশ নদী পার না হতে পারলেও, অচিন দেশের রূপকথা ওর পাতার আঙ্গুলের ফাঁকে ঝিক্ মিক করে ওঠে। পেশীল মুঠির স্পর্শ ওর স্নেহরস নিংরে নিলেও আমাদের ভালবাসতে ভোলে না।ঝড়ের দাপট ওকে ভেঙ্গে দিতে চেষ্টা করে, তবু নুইয়ে পরে না। নতুন ভাবে বাঁচার ভরসা দেয়, স্বপ্ন ভরে দেয় দুই চোখে । তাই আমার এত ভালোলাগার ,এত ভালোবাসার । আখখেপ  একটাই, কোনোদিন ওর শিখরের পরশ পেলাম না । ও কোনোদিন ধরা দিল না।এক মাথা ভরতি দেমাক নিয়ে আকাশে মুখ ডুবিয়ে রেখে দেয় । একা থাকে,সবার চেয়ে আলাদা, সবার আড়ালে, অভিযোগহীন ভাবে । জানিনা কারো প্রতীক্ষায় ওর সোনালী দিন কাজলঘন রাতে পর্যবসিত হয় কিনা। শুধু এটুকু জানি যে লাল হলুদ মেঘের গুঁড়ো মেখে ও যখন আমার দিকে তাকায় , আমি ওকে ঠিক চিনতে পারিনা। মনে হয় রুশ দেশের উপকথার ভিড় ঠেলে উঠে আসা কোন একলা দ্বীপে বন্দী রাজকন্যের কথা। কুচবরন কন্যা,মেঘের মত চুল আর হরিণের মত টলটলে চোখে লেগে থাকা এক রাশ না বলা অভিমান। ওই শোন, মেঘ কে এত ভালবাসিস না, ও উড়ে উড়ে যায় ছুটির মত। মাটিকে ভালবাস, মাটিকে নিয়ে থাক, মাটির গন্ধ তোর শিরা উপশিরায় । ওকে চিনতে শেখ । অনেক ভাল থাকবি রে পাগলি , ও তোকে কোনোদিন ছেড়ে যাবে না । 
ভাল থাকিস।

 

Monday 7 November 2011

কুয়াশার স্বপ্ন



নির্ধারিত কোন দিন নেই
নেই সীমাবদ্ধ কোন মুহূর্তের রাত
আছে শুধু এক মুঠো ভোরের কুয়াশা
আর মাকড়সার জালের মত তাকে ভেদ করা
 আশ্চর্য সূর্যের প্রখর ক্রূরতা
বিলীনতার বাক্সে থাকে অলীকতম রহস্য
হাসির সুতোয় গাঁথা থাকে চূর্ণ কয়েক কাব্য

Thursday 3 November 2011

নভেম্বর ও আমার শহর

একটা নিশীথ রাতের ঘ্রাণ,
 আউ ট্রাম ঘাটের সবুজ দূর্বা মাখা স্বপ্ন
ভিক্টোরিয়ার পথ বেয়ে হেঁটে যাওয়া রং বেরঙ্গের
কাঁকরের ঠোঁটে মেখে থাকে বাসি শিশি্‌র
 নিউ মার্কেটের অলিগলিরা মুগ্ধ স্রোতা
তোমার আমার ঘামে ভেজা হাতের অদৃশ্য গান
মৃদু শীতে একটুও বেসুরো লাগেনা
এসপ্লানেদ থেকে কলেজ ষ্ট্রীটের পথে
উড়ে উড়ে বেড়ায় পুরোন-নতু্ন বইয়ের 
চেনা গন্ধ বিনা টিকিটে- নির্ভয়ে!!
নভেম্বর বিপ্লবের ইতিহাসের পাতা থেকে
উঠে আসা রক্তিম নস্টালজিয়ার সাথে
গরম মোমো  আর ধূমায়িত চায়ের ভাঁড়
ভিড় করে নন্দন অ্যাকাডেমির বিদেশি সিনেমার হুজুগে
ন্যাপথালিনের গন্ধ মাখা রঙ বেরঙের উলেরা
আবার স্বাধীনতার সাধ পায় প্রায় অনেক মাস পর
মলের উন্নাসিকতা আর বিড়িময় বসতীর অগ্নিকুণ্ডে
 সেঁক নেয় নভেম্বর কলকাতার হাতের পাতা




NOVEMBER O AMAR SOHOR


Ekta nishithraater ghran...
outram ghater sabuj trinomakha swapno...
victoriar poth beye hente jaoya rong beronger
kankorer thonte mekhe thake bashi sisir...
new marketer oli-goli ra mugdho srota...
tomar amar ghame bheja hater adrisya gaan
mridu sheeteo ektuo besuro lage na..
esplanade theke college streete ure  ure beray
purona natun boier patar chena gandho gulo
---bina tickitey!! nirbhoye...
novembor biplober itihas er pata theke
uthe asha roktim nostalgiar sathe 
gorom momo ar muhurmuho chayer bhanr
bheer kore nondon academyr bideshi cinemar hujuge..
rongberonger naptholene er gandho makha woolera
abar swadhinotar sadh paye pray anek mash pore..
mall er unnashikota r birimoy boshotir agnikunde
hath senke nay november kolkatar hater pata...