Thursday 3 November 2011

নভেম্বর ও আমার শহর

একটা নিশীথ রাতের ঘ্রাণ,
 আউ ট্রাম ঘাটের সবুজ দূর্বা মাখা স্বপ্ন
ভিক্টোরিয়ার পথ বেয়ে হেঁটে যাওয়া রং বেরঙ্গের
কাঁকরের ঠোঁটে মেখে থাকে বাসি শিশি্‌র
 নিউ মার্কেটের অলিগলিরা মুগ্ধ স্রোতা
তোমার আমার ঘামে ভেজা হাতের অদৃশ্য গান
মৃদু শীতে একটুও বেসুরো লাগেনা
এসপ্লানেদ থেকে কলেজ ষ্ট্রীটের পথে
উড়ে উড়ে বেড়ায় পুরোন-নতু্ন বইয়ের 
চেনা গন্ধ বিনা টিকিটে- নির্ভয়ে!!
নভেম্বর বিপ্লবের ইতিহাসের পাতা থেকে
উঠে আসা রক্তিম নস্টালজিয়ার সাথে
গরম মোমো  আর ধূমায়িত চায়ের ভাঁড়
ভিড় করে নন্দন অ্যাকাডেমির বিদেশি সিনেমার হুজুগে
ন্যাপথালিনের গন্ধ মাখা রঙ বেরঙের উলেরা
আবার স্বাধীনতার সাধ পায় প্রায় অনেক মাস পর
মলের উন্নাসিকতা আর বিড়িময় বসতীর অগ্নিকুণ্ডে
 সেঁক নেয় নভেম্বর কলকাতার হাতের পাতা




1 comment: