Wednesday 30 November 2011

রোজনামচা




নিয়মিত কুয়াশা মাখা ভোর 
নিয়মিত শিশির ভেজা ঘাস
নিয়মকরে চাঁদের সাবান মেখে
গুঁড়ো মেঘ মুঠোয় পুরে রাখা
রোজকার ওই মানুষ রঙা মুখোশ
ক্লান্ত পিঠে যান্ত্রিকতার চাবুক
লাভার মত রণক্ষেত্র উঠান
স্বপ্নেরা হয় বারবার পুড়ে খাক । ।


পেট্রোল ডিজেলের মাত্রাহীন মুল্যবৃদ্ধি 
দূষিত করে তোমার সকালময় শরীর  
দিনগুলি সম্পৃক্ত করে মধ্যবিত্তের মাথার ভাঁজ
তবু যতটা পারা যায় নির্বিকার, স্বার্থপর হয়ে থাকা
সন্ধ্যা রাতে মিলন ঘটে চূড়ান্ত
রঙিন জলে গোলে বারোয়ারি ভালোবাসা 
কতটুকু লুকন যায়, কতটুকুই বা রাখা যায় আড়ালে
মল সভ্যতার চোখ ধাঁধানো জেল্লা
মলিন করে রাস্তার অর্ধ নগ্ন শিশু 
ও তার লোমহীন সারমেয় বন্ধুত্ব । ।
  

  

No comments:

Post a Comment