Thursday 17 November 2011

মৎস্য কন্যা

জলের দাগ হাওয়ার স্বাদ 
নিজের ভেতর পুড়েই খাক 
 হাজার হোক সোনার রূপ 
ছলকে যাওয়ায় বেজায় সুখ 
সাগর বেলায় রঙ বেরঙ 
ঝিনুক বলে আমায় তোল 
তুলতে গিয়ে জলে ঝাঁপ 
পা পিছলয় , বালাই ষাট
আবার ফিরে ডানা মেলে
রোদের নূপুর পায়ে বেঁধে
নীল চোখে স্বপ্ন মেখে 
মৎস্য কন্যা বসেই থাকে
রাজপুত্তুর আসলো কই ?
রুপালি আঁশে লাগ্ লো ওই
চোখের জলের হিসেব নিকেশ
বুঝতে পারে নোনতা বিকেল
সমুদ্দুরের ঊর্মি গুলি
অপেক্ষার নীরব কলি
বোবা মুখে রাজকন্যে
নিজের মনেই ডুকরে কাঁদে 

3 comments: